মোঃ তামজিদ হোসেন রুবেল
আসন্ন রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে ব্যাপক উৎসব মুখর গণসংযোগ করেছে বাংলাদেশ ছাত্রলীগের সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী তাহসান আহমেদ রাসেল। শনিবার (২৩ মার্চ) দুপুর থেকে রাত ৯ টা পর্যন্ত ভোলাকোট ইউনিয়ন ভাটরা ইউনিয়ন ইছাপুর ইউনিয়নের হাট-বাজার সহ বিভিন্ন গ্রামে স্থানীয় গণ্যমান্য ও নেতাকর্মীদের নিয়ে এ গণসংযোগ করেন।
সরজমিনে দেখা যায়, চেয়ারম্যান পদপ্রার্থী তাহসান আহমেদ রাসেল দিন-রাত ব্যাপক গণসংযোগ ও বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরছেন। এ ধরনের গণসংযোগের ফলে প্রতিটি এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।
চেয়ারম্যান পদপ্রার্থী তাহসান আহমেদ রাসেল বলেন,উপজেলা পরিষদ হচ্ছে জনগনের উন্নয়নের কেন্দ্রবিন্দু। ফলে বর্তমান সরকারে উন্নয়নের সব কার্যক্রম উপজেলা ভিত্তিক হলে জনগণ উপকৃত হবে। সৎ আর্দশ মানুষ নির্বাচিত হলে জনগণ ভালো সেবা পাবে। তাই জনগণের কল্যাণে কাজ করতে আপনাদের সহযোগিতা চাই।