নিজস্ব প্রতিবেদক :শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন সহ নিয়োগ বিধি বাস্তবায়নের লক্ষ্যে পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারিবৃন্দের দাবি আদায়ে সমন্বিত পরিষদ (২৭শে আগস্ট) মঙ্গলবার ঢাকা জাতীয় প্রেসক্লাবে মএক সংবাদ সম্মেলন হয় । সংবাদ সম্মেলনে বলা হয় বিগত ২৬ বছর পরিবার পরিকল্পনা বিভাগের পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকবৃন্দের কোন নিয়োগ বিধি ছাড়াই নিয়োগ কার্যক্রম চলে আসছে। যার কারনে কোন পদোন্নতি ছাড়াই একই পদে চাকরি জীবন শেষ করতে হচ্ছে পরিদর্শক ও সহকারীদের । পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ১৫ বছর ধরে নিয়োগবিধি বাস্তবায়নের আশ্বাস দিয়ে থাকলেও এখন পর্যন্ত নিয়োগ বিধি বাস্তবায়ন করেনি। গত ২৪ শে আগস্ট রবিবার সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সামনে একটি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে। সেখান থেকে তারা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে । সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র জনতার আত্মার শান্তি কামনা এবং দোষীদের বিচারের দাবিও জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয় আগামী ১৫ কর্ম দিবসের ভিতরে যদি নিয়োগবিধি বাস্তবায়ন করা না হয় তাহলে সারা বাংলাদেশের ২৮ হাজার মাঠকর্মী ঢাকার রাজপথে আন্দোলনে নামবে । নিয়োগবিধি বাস্তবায়নে পরিবার পরিকল্পনা অধিদপ্তরকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান কর্মকর্তারা । তারা আরো বলেন আমরা ইতিমধ্যে মাঠ পর্যায়ে কর্মচারীরা বন্যা দুর্গতদের সাহায্যার্থে একদিনের বেতন সরকারের কোষাগারে জমা দেই। কোনরকম আন্দোলন ছাড়াই পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিদর্শক ও সহকারীদের দাবি মেনে নিবেন সরকার এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা।এ সময় উপস্থিত ছিলেন মো: সোহেল, ইমরুল ইসলাম সুজন, রবিন হোসেন, নাজমা আক্তার, নিপা আক্তার, এনামুল হক, সাইফুল ইসলাম, নাজমুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।