ডালিম কুমার দাস টিটু : একজন মানবিক কর্মকর্তা হিসেবে বারবার প্রমাণ করলেন লক্ষ্মীপুর রামগতি উপজেলার বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদৌস আহমেদ। । যোগদানের পর থেকে মানুষ এবং মানবতার প্রতি তার ভালোবাসা ফাঁড়ি এলাকার মানুষকে মমুগ্ধ করেছে। বর্তমানে বাংলাদেশে কয়েকটি জেলায় বন্যা কবলিত মানুষগুলো জীবনের সাথে যুদ্ধ করে চলছে। তেমনি লক্ষ্মীপুরও বন্যার করাল গ্রাসে আচ্ছন্ন। এই সংকটময় মুহূর্তে মানবতার ফেরিওয়ালা হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন মানবিক মানুষগুলো।তাদের মধ্যে অন্যতম লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদৌস আহমেদ। নির্ঘুম অবস্থায় ঝড় বৃষ্টি কে উপেক্ষা করে সঙ্গীয় ফোর্সদের সাথে নিয়ে ত্রাণসহ বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি । চাকরিতে যোগদানের পর থেকে নিজের সততার জায়গা থেকে দায়িত্ব পালন করছেন এই কর্মকর্তা।২৫ আগস্ট রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায় রামগতি উপজেলার চরগজারিয়া বন্যা কবলিত জলাবদ্ধ এলাকায় আটকে থাকা মানুষগুলোকে উদ্ধার এবং শুকনো খাবার বিতরণ করছেন। ফেরদৌস আহমেদের মত এমন কর্মকর্তা দেশের প্রত্যেকটি নৌ পুলিশ ফাঁড়িতে থাকুক এমনটাই প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা। নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদৌস আহমেদ বলেন, যা করি মন থেকে করি, সততা নিয়ে করি। বর্তমান বন্যার এই সংকটময় মুহুর্তে রামগতি উপজেলার বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ি সবধরণের সহযোগিতা নিয়ে বন্যার্তদের পাশে থাকবে। অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংকটময় পরিস্থিতিতে মানুষ মানুষের পাশে দাঁড়িয়ে দুর্যোগসহ যে কোন সমস্যা মোকাবেলা করবে এমনটাই প্রত্যাশা করেন বিশিষ্টজনরা। এ সময় প্রায় ৫ শতাধিক বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে শুকনো খাবার সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেন।