মোঃ তামজিদ হোসেন রুবেল
লক্ষ্মীপুরের রামগঞ্জে বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী পাইন (৭৫) রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (১৪ এর্পিল) উপজেলার চন্ডিপুরেরর সুরেরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী পাইনের কফিনে জাতীয় পতাকা ও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: শারমিন ইসলাম ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান এবং বীর মুক্তিযোদ্ধা বৃন্দ।
বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী পাইনের মরদেহ সামনে রেখে গার্ড অব অনার দেন এক দল সেনাবাহিনী। গার্ড অব অনার এর সালামের নেতৃত্ব দেন মেজর রেদোয়ান।
বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী পাইন রক্ষীবাহিনীতে ছিলেন পরে সেনাবাহিনীর সার্জেন্ট হিসেবে ৯৩ সালে অবশর নিয়ে ২৬ বছর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং একজন মানবিক সৎ ইউপি সদস্য হিসেবে জনপ্রতিনিধির দ্বায়িত্ব পালন করেন। গত শনিবার বিকেলে সিএমএইস হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
জানাজায় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সফিক মাহমুদ পিন্টু, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজ্বী আ কম রুহুল আমিন, স্থানীয় এমপির প্রতিনিধি সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক বেলাল আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সমাজ সেবা সম্পাদক এমএ মমিন পাটওয়ারী, রামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদ সাবেক জিএস মোঃ নজরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক রাকিবুল হাসান মাসুদ,বীর মুক্তিযোদ্ধা সালেহ আহমেদ, রামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম কাওছার হোসেন, সহ-সভাপতি জাকির পাটোয়ারী, সাবেক সভাপতি জাকির হোসেন মোস্তান, চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম সুমন,কলেজ ছাত্রলীগ সাবেক সভাপতি কামরুল বিএসসি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ
বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী পাইন মৃত্যু কালে স্ত্রী, ৩ছেলে ১ মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী পাইনের মরদেহ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।