লক্ষ্মীপুর প্রতিনিধি
বঙ্গোপসাগর থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমেলের প্রভাবে লক্ষ্মীপুরের উপকূল অঞ্চল ক্ষতবিক্ষত। বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি রাস্তাঘাট গাছপালা। ঘূর্ণিঝড় রেমেলের আতঙ্কে রামগতি কমলনগরের মেঘনার পাড়ের হাজার হাজার মানুষ এখন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। তারা যাতে খাবার সংকটে পড়তে না হয় প্রশাসনসহ বিভিন্ন মাধ্যম থেকে তাদের খাবার চাহিদা মেটাতে কাজ করছেন। তেমনি রামগতি উপজেলা বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদৌস আহমেদের উদ্যোগে ৫ শতাধিক আশ্রয় গ্রহণকারীদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। এছাড়াও তিনি প্রতিমুহূর্তে নদীর পাড়ের উপকূলীয় অঞ্চলের অসহায় মানুষদের খোঁজখবর নেয়া তাদের সাহস দেয়া নিরাপত্তা দেয়াসহ সার্বক্ষণিক মনিটরিং করছেন। এদিকে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে বলা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহযোগিতা আশ্বাস দিলেন তিনি। জেলার ১৮৯ স্থায়ী-অস্থায়ী সাইক্লোন শেল্টারে রয়েছে কয়েক হাজার শরণার্থী। শরণার্থীদের সেবা নিশ্চিত করতে ৬৪ টি মেডিকেল টিম কাজ করছে।