মোঃ তামজিদ হোসেন রুবেল
আগামী ২১ মে রামগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন। শান্তিপূর্ণভাবে হচ্ছে প্রচার প্রচারণা, বিভিন্ন ইউনিয়নে প্রার্থীদের চলছে ভোটারদের সাথে মতবিনিময়, এ নির্বাচনকে গ্রহণ যোগ্য সুষ্ঠু নিরপেক্ষ করার লক্ষ্যে ইতি মধ্যে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সোলাইমানের নেতৃত্বে ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পুলিশের কয়েকটি ইউনিটের সদস্য মোতায়েন করা হয়েছে।
রামগঞ্জ উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৬৪ হাজার ২শত ৭৯ জন, পুরুষ ভোটার রয়েছে ১ লক্ষ ৩৬ হাজার ১ শত ৯ জন। মহিলা ভোটার ১ লক্ষ ২৮ হাজার ১ শত ৭০ জন। রামগঞ্জ উপজেলায় ১০২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী কয়েকজন বলেন, আমরা সুন্দরভাবে গণসংযোগ চালাচ্ছি কোন ধরনের সমস্যা এখনো হয়নি, অবাধ সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে রামগঞ্জ থানা পুলিশের সব ধরনের প্রস্তুতি রয়েছে। আমরা সবাই মিলে আসছে আগামী ২১ মে একটা শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সক্ষম হব।
স্থানীয় কয়েকজন ভোটার বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রার্থীদের মধ্যে কয়েকটি নাশকতার ঘটনা ঘটেছে, বিগত দিনের চেয়ে এখনো পর্যন্ত উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এমন কোন ঘটনা ঘটেনি, তার কারণ হচ্ছে আমাদের ওসি মহোদয়, উনি এই উপজেলাকে শান্তিপূর্ণ উপজেলা হিসেবে পরিচালনা করে আসছেন।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান বলেন, আগামী ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনের লক্ষ্যে সকল প্রস্তুতি চলমান রয়েছে,এ নির্বাচনে কোন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না আমরা আমাদের জেলা পুলিশের কর্ণধার পুলিশ সুপার মহোদ্বয়ের দিক নির্দেশনায় কাজ করে যাচ্ছি আশা করি রামগঞ্জ উপজেলাতে কোন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হবে না,পুলিশ প্রশাসন সচেতন রয়েছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে কেউ নির্বাচনে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।