মোঃ আওলাদ হোসাইন, ভোলাঃশিক্ষকদের কন্ঠস্বর: শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজের উদ্যোগে যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস- ২০২৪ পালিত করা হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় ইংরেজি বিভাগের প্রভাষক রিয়াজ শাহেদের সঞ্চালনায় অধ্যক্ষ মতিউর রহমান এর সভাপতিত্বে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় তারা তিনজন গুণী শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। তারা হলেন, বাংলা বিভাগের প্রভাষক ফৌজিয়া আক্তার,
ইংরেজি বিভাগের প্রভাষক গোলাম মাওলা, যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক সঞ্জয় কুমার।
এসময় বক্তব্য দেন, দৌলতখান সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার হালদার, জয়নাল আবেদীন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নোমান, জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আসমা আক্তার সাথী, রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান বিভাগের প্রভাষক নুরুজ্জামান সোহাগ সহ প্রমুখ।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মতিউর রহমান বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। আর শিক্ষকরা হচ্ছেন জাতি গড়ার কারিগর। শিক্ষকরা আদর্শ মানুষ ও সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বর্তমানে শিক্ষকরা সবচেয়ে বেশি অবহেলিত এবং তারা সব ধরনের বৈষম্যের শিকার। শিক্ষার মান বাড়াতে হলে আগে শিক্ষকের মর্যেদা দিতে হবে।