রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
বিভিন্ন শ্রেনী পেশার নাগরিকদের সম্মানে লক্ষ্মীরের রামগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে শনিবার ইফতার মাহফিল ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রামগঞ্জ শহরের ক্যাপসিকাম চাইনীজ রেস্টুরেন্ট মিলনায়তনে এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কাউছার হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় , বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সমাজসেবক, শিক্ষকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রামগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহমুদ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রামগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম রুহুল আমিন, সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল আহম্মেদ,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, রামগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ শাহীন রেজা ফরায়েজী, দরবেশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান, নোয়াগাঁ ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা , রামগঞ্জ থানার সেকেন্ড অফিসার হুমায়ুন কবীর, রামগঞ্জ পৌর বিএনপির আহবায়ক শেখ কামরুজ্জামান, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চু ও উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান ও রামগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি আবুল কাশেম মাষ্টার প্রমূখ।
রামগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, রাজনীতিবিদ, সমাজসেবক ও গন্যমান্য ব্যক্তিবর্গসহ রামগঞ্জ প্রেস ক্লাবের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
এসময় মাওলানা ইমাম হোসেন সোহেল ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মুনাজাত পরিচালনা করেন।