লক্ষ্মীপুর প্রতিনিধি : ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় লক্ষ্মীপুরে মা ইলিশ রক্ষায় প্রতিবছরের ন্যায় এবারো জনগণকে সচেতন করতে, জনগণের মাঝে লিফলেট ও জনসচেতনতামূলক সভা করেছেন রামগতি নৌ পুলিশ। বৃহস্পতিবার ( ১০ অক্টোবর) ২০২৪-২০২৫ অর্থবছরে মৎস্য অধিদপ্তরাধীন মা ইলিশ রক্ষায় রামগতি উপজেলার সেন্টারখাল মাছ ঘাটে স্থানীয় জেলে, আড়ৎদার এবং সাধারণ জনগণকে নিয়ে, সিনিয়র উপজেলা মৎস্য অফিস কর্তৃক বাস্তবায়নে, জন সচেতনতামূলক সভার আয়োজন করেন রামগতি বড়খেরী নৌপুলিশ। রামগতি উপজেলার সহকারী কমিশনার ভূমি এস এম আব্দুল্যাহ বিন শপিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান। রামগতি বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদৌস আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ,এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৩ অক্টোবর হতে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ পরিবহন মজুদ বাজারজাতকরণ ক্রয় বিক্রয় বিনিময় করা নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ।চাঁদপুর অঞ্চলে নৌ পুলিশ সার্বক্ষণিক নদীতে মোতায়েন থাকবে। সিভিল প্রশাসন ও কোস্টগার্ডের সমন্বয়ে নৌ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করবে।বিশেষ অতিথিসহ উপস্থিত বক্তারা বলেন, মৎস্যজীবীদেরকে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালীন মৎস্য আহরণ করা হতে সবাইকে বিরত থাকার জন্য অনুরোধ করেন । তিনি আরো বলেন মা ইলিশ মেঘনা নদীতে এসে সুন্দর ভাবে তার ডিম গুলো ছেড়ে যাতে বংশ বৃদ্ধি করতে পারে সে সুযোগ দিতে হবে । নিষেধাজ্ঞা অমান্য করলে মৎস্য আইনে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড বা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান প্রযোজ্য হবে।
মা ইলিশ বাংলাদেশের অন্যতম ভৌগোলিক পণ্য এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখছে। এই মৎস্য সম্পদ রক্ষায় আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে চাঁদপুর অঞ্চলে নৌ থানা ও ফাঁড়িগুলো গুরুত্বপূর্ণ প্রজনন এলাকা গুলোতে আইনি ব্যবস্থা গ্রহণে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। সকল জেলে ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানান সেই সাথে কর্মসূচী সফল করার জন্য সবাইকে সহযোগিতা করারও অনুরোধ জানানো হয়।