মোঃ তামজিদ হোসেন রুবেল
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে প্রিয়া ফার্নিচার কারখানায় মালিকের লাঠির আঘাতে মোঃ জামাল হোসেন (২৫) নামে এক কর্মচারী গুরুতর আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার (২ মে ) দুপুর ২ টার দিকে পৌরসভার কাঁট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত জামাল উপজেলা ৩ নং ভাদুর ইউনিয়নের ১নং ওার্ডের আবু মোল্লার ছেলে।
জামাল হোসেন জানান, প্রিয়া ফার্নিচারের মালিকের সাথে ১২ টি চেয়ার তৈরি করে দিবে এমন অর্ডার হয় ২২ হাজার টাকায়, আমি অগ্রীম দিয়েছি দশ হাজার টাকা পরে বাকি টাকা দিয়ে চেয়ার নিতে গিয়ে দোকান মাকিল আরো দুই হাজার দাবী করলে তার সঙ্গে কথা কাটিকাটি হয়। এক পর্যায়ে প্রিয়া ফার্নিচারের স্বত্বাধিকারী মালিক তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন।
পরে জামালের মালিক আব্দুর রহিম তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
অভিযুক্ত প্রিয়া ফার্নিচারের স্বত্বাধিকার মোঃ সফিক পাটোয়ারী বলেন, জামালের সাথে আমার বারটি চেয়ার দাম হয় ২৪ হাজার টাকা, সে আমাকে ২২ হাজার টাকা দিতে চাইলে আমি আমার মাল ফেরত চাই এতে সে ক্ষিপ্ত হয়ে আমার উপর ও আমার ঘর মালিকের উপর হামলা চালায়, পরে একপর্যায়ে আমার হাতে থাকা ছোট লাঠি দিয়ে আঘাত করলে তার বাহুতে লাগে
এবিষয়ে জামাল বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এ ঘটনায় রামগঞ্জ থানার বার প্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সোলাইমান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।