মোঃ তামজিদ হোসেন রুবেল: গত কয়েক দিনের ভয়াবহ বন্যায় চরম বিপর্যয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলার ৫০ লাখেরও বেশি মানুষ। তারি ধারাবাহিকতায় লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের শাকতলা সমাজ কল্যাণ আদর্শ ক্লাবের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) শাকতলা, সাহারপাড়া ও মধ্যপাড়া সহ বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করে এই সমাজিক সংগঠনটি।
শাকতলা সমাজ কল্যাণ আদর্শ ক্লাব বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে। যার মধ্যে চাল ৫-কেজি, আলু ২-কেজি,আটা ২-কেজি,ডাল ১-কেজি,পেয়াজ ১-কেজি,চিনি ১-কেজি, চিড়া ১-কেজি, সয়াবিন তেল ১-কেজি, ওষুধ, বিস্কুট ও অন্যান্য মৌলিক প্রয়োজনীয় সামগ্রী অন্তর্ভুক্ত রয়েছে।
সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ ইউছুফ পাটোয়ারী বলেন। শাকতলা সমাজ কল্যাণ আদর্শ ক্লাব বর্তমান বন্যা দুর্যোগ মোকাবিলায় সকল প্রতিকূলতার মধ্যে দিয়ে কোথাও বুক সমান পানি, কোথাও তার চেয়ে বেশি পানির মধ্যে সংগঠনের সদস্যরা ত্রাণ সামগ্রী বিতরণ করতে ছুটছেন। দুই দিন ধরে তারা এ কার্যক্রম পরিচালনা করছেন। ইনশাল্লাহ আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।