লক্ষ্মীপুর প্রতিনিধি : শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী, গতিশীল করতে সেই সাথে শিক্ষার মান উন্নয়ন প্রতিষ্ঠা করার লক্ষ্যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের নিয়ে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হলো আশা শিক্ষা কর্মসূচি ও অভিভাবক মতবিনিময় সভা । সোমবার (৭ই অক্টোবর) জেলার রামগতি উপজেলার প্রত্যান্ত অঞ্চলে চর সেকান্দর শফিক একাডেমি পাঠদান কেন্দ্রে এই অভিভাবক ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিদার হোসেন। এ সময় বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর শিক্ষার পাশাপাশি নৈতিকতাও প্রয়োজন আছে। আশা’র এমন উদ্যেগকে স্বাগত জানিয়ে প্রধান অতিথি বলেন, প্রত্যান্ত অঞ্চলে শিক্ষার্থীদের জন্য এমন শিক্ষা কার্যক্রম সত্যি ভালো উদ্যোগ এবং আমি আশাকরি এ ধারা অব্যাহত রেখে আশা এই কর্মসূচিকে আরো বড় পরিসরে করবে। এছাড়াও তিনি অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, আপনার সন্তানকে লেখাপড়ার পাশাপাশি নৈতিকতার শিক্ষা দিবেন। সন্তান কোথায় যায়? কি করে?তার খবর নিবেন। সন্ধ্যার পরে সন্তান যেন বাহিরে না থাকে লেখাপড়া করে সেই বিষয়ে সন্তানের প্রতি সাবধান হবেন। ২০১১ সাল থেকে আশা’র শিক্ষা কর্মসূচি শুরু হয়ে ২০২২ সাল পর্যন্ত ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণী পর্যন্ত এই কর্মসূচির মাধ্যমে সেবা দিয়ে আসছিল। ২০২৩ এবং ২০২৪ সাল থেকে আশার প্রেসিডেন্ট আরিফুল হক চৌধুরীর নির্দেশ অনুযায়ী, সারা দেশের ৬৪ জেলায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতেও এই কার্যক্রম শুরু হয়েছে।
আশা’র শিক্ষা কর্মসূচির সম্মানিত শিক্ষক মনির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশার সিনিয়র ডিস্ট্রিক্ট অফিসার জহিরুল ইসলাম মোল্লা, রিজিওনাল ম্যানেজার, মনোয়ার হোসেন সিনিয়র শিক্ষা অফিসার জুলফিকার আলি জয়, শিক্ষা অফিসার আসাদ হোসেন চৌধুরীসহ অবিভাবকবৃন্দ।