লক্ষ্মীপুরের রামগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ফেইক আইডি (চিরকুট চিরকুট) থেকে মানহানিকর ও আপত্তিকর কমেন্ট করে অপপ্রচারের অভিযোগ উঠেছে ভোলাকোট ইউনিয়নের দেহলা মক্কা ব্রিক্সের সত্তাধিকারী ও বায়তুল ফালাহ জামে মসজিদের সহ-সভাপতি রিপন কোম্পানির বিরুদ্ধে।
বিষয়টি ভিকটিম রিপন কোম্পানির নজরে আসায় (চিরকুট চিরকুট) নামের ফেইক আইডিটির প্রকৃত মালিকের তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধ জানিয়েছেন তিনি। পাশাপাশি এই ধরনের আপত্তিকর মানহানিকর পোস্ট ও কমেন্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। আইডিটি লক করা থাকায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
জানা যায়, বেশ কয়েকদিন থেকে (চিরকুট চিরকুট) নামের ফেইক ফেইসবুক আইডি থেকে রিপন কোম্পানী ও তার বাচ্চাদের ছবি সংযুক্ত করে বিভিন্ন স্থানে আপত্তিকর পোস্ট ও কমেন্ট করা হয়। পরে বিষয়টি নজরে আসলে তিনি থানায় অভিযোগ দায়ের সহ (চিরকুট চিরকুট) নামের আইডির প্রকৃত তথ্য দিতে পারলে উপযুক্ত পুরষ্কার ঘোষণা করেন। নিম্নে আইডির লিংক দেওয়া হলো