গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, সরকার নিজেদের সুবিধা ও লুটপাটের জন্য বাজার সিন্ডিকেট ভাঙার পদক্ষেপ নেয় না; বরং সিন্ডিকেটকে লালন–পালন করে বিরোধীদের ওপর দায় চাপাচ্ছে।
আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘রেশনিং চালু, টিসিবির পণ্য বিক্রি বাড়ানো, সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামানোর দাবিতে’ গণতন্ত্র মঞ্চের প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে এসব কথা বলা হয়।
কর্মসূচিতে নেতারা বলেন, সরকারের খুব কাছে থাকা বড় বড় ব্যবসায়ী গোষ্ঠী পুরো খাদ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করে। সরকারের আশ্রয়–প্রশ্রয়ে থেকে সব আমদানি ও বিপণনের ওপর একক কর্তৃত্ব বজায় রাখে। তাদের লুটপাটের সুবিধার জন্যই সিন্ডিকেট ভাঙার কার্যকর কোনো পদক্ষেপ সরকার নেয় না।
সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সিন্ডিকেটের মধ্যে বিএনপির হাত আছে কি না, তা খতিয়ে দেখতে হবে। এর জবাবে মঞ্চের নেতারা বলেন, সরকারই সিন্ডিকেটকে লালন–পালন করছে। সিন্ডিকেটকে কোলে বসিয়ে বিরোধী দলের ওপর দায় চাপাচ্ছে সরকার। নতুন করে গণবিক্ষোভ দমন করার জন্য সরকার ষড়যন্ত্রের প্রস্তুতি নিচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।
গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে এ কর্মসূচিতে আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।
গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, সরকার নিজেদের সুবিধা ও লুটপাটের জন্য বাজার সিন্ডিকেট ভাঙার পদক্ষেপ নেয় না; বরং সিন্ডিকেটকে লালন–পালন করে বিরোধীদের ওপর দায় চাপাচ্ছে।
আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘রেশনিং চালু, টিসিবির পণ্য বিক্রি বাড়ানো, সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামানোর দাবিতে’ গণতন্ত্র মঞ্চের প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে এসব কথা বলা হয়।
কর্মসূচিতে নেতারা বলেন, সরকারের খুব কাছে থাকা বড় বড় ব্যবসায়ী গোষ্ঠী পুরো খাদ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করে। সরকারের আশ্রয়–প্রশ্রয়ে থেকে সব আমদানি ও বিপণনের ওপর একক কর্তৃত্ব বজায় রাখে। তাদের লুটপাটের সুবিধার জন্যই সিন্ডিকেট ভাঙার কার্যকর কোনো পদক্ষেপ সরকার নেয় না।
সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সিন্ডিকেটের মধ্যে বিএনপির হাত আছে কি না, তা খতিয়ে দেখতে হবে। এর জবাবে মঞ্চের নেতারা বলেন, সরকারই সিন্ডিকেটকে লালন–পালন করছে। সিন্ডিকেটকে কোলে বসিয়ে বিরোধী দলের ওপর দায় চাপাচ্ছে সরকার। নতুন করে গণবিক্ষোভ দমন করার জন্য সরকার ষড়যন্ত্রের প্রস্তুতি নিচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।
গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে এ কর্মসূচিতে আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।