কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯, বগি লাইনচ্যুতের ঘটনার ৬ ঘণ্টায় একটি বগিও উদ্ধার করা সম্ভব হয়নি।
রোববার (১৭ মার্চ) রাত সোয়া ৮টার দিকে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্যাহ বাহার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্টগ্রাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে’সন্ধ্যা ৭টায় উদ্ধারকাজ শুরু করে। রাত সোয়া ৮টা পর্যন্ত একটি বগিও উদ্ধার করা সম্ভব হয়নি। লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করতে দীর্ঘ সময় লাগবে। দুর্ঘটনাস্থলে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে। রেলের মালামাল নিরাপত্তায় আমরা সতর্ক অবস্থানে রয়েছি।
রোববার (১৬ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় গরমে রেললাইন বেঁকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ ঘটনায় অন্তত ১০ যাত্রী আহত হয়।